ইউক্রেন ইস্যু: যুদ্ধের শঙ্কায় রাজধানী ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, লেগেছে টাকা তোলার হিড়িক

|

ছবি: সংগৃহীত।

পান থেকে চুন খসলেই ইউক্রেনে হামলা করে বসবে রাশিয়া। এমন শঙ্কায় বাড়িঘর ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ। সীমান্তবর্তী দোনেস্ক শহরে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলার অভিযোগ এনে যেকোনো মুহূর্তে ইউক্রেনে আগ্রাসনের শঙ্কা নিরাপত্তা কর্মকর্তাদের।

ইউক্রনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্কে চলছে টাকা তোলার হিড়িক। যুদ্ধের শঙ্কায় সবাই নগদ অর্থ তুলে রাখছেন। কারণ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এই শহর থেকেই যুদ্ধের সূত্রপাতের শঙ্কা স্থানীয়দের।

২০১৪ সালে ইউক্রেনে হামলার মাধ্যমে ক্রাইমিয়া দখলে নেয় রাশিয়া। সেইসময় থেকেই শহরটির নিয়ন্ত্রণে রুশ সমর্থিত বিচ্ছন্নতবাদীরা। কিয়েভের শঙ্কা, সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা হয়েছে এমন অভিযোগে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে পুতিন বাহিনী।

ইউক্রেনের যৌথ বাহিনীর অভিযানের উপপ্রধান মিখাইলো দ্রাপাতি বলেন, গত কয়েকদিন ধরেই হামলার মাত্রা বেড়েছে। দিনে অন্তত ৬০টি করে হামলা চালানো হচ্ছে আমাদের নিরাপত্তা বাহানীর ওপর। বড় ধরনের সংঘাত এড়াতে এখনও কোনো ধরনের অভিযান চালাইনি আমরা। বাসিন্দাদের প্রাণহানি এড়াতে এখনও ধৈর্য্য ধরে আছি।

হামলা পরিকল্পনার কথা উড়িয়ে দিলেও প্রতিদিনই রুশ বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। প্রাণ বাঁচাতে রাতের আধারে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের বাসিন্দারা। সীমান্ত এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে রাশিয়াও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply