Site icon Jamuna Television

প্রতিবেশী ‘কাকা’র সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় মাকে দেখে ফেলে সন্তান, লজ্জায় আত্মঘাতী যুগল

মানস সাউ ও বাসনা পুরকাইত। ছবি: সংগৃহীত

নিজেদের পরকীয়া সম্পর্ক জানাজানি হতেই আত্মহত্যা করলেন প্রেমিক যুগল। ভারতের দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম বাসনা পুরকাইত (৩৪) ও মানস সাউ (২৯)। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের নিজেদের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ বছর আগে একতারা গ্রামের জ্বালানি পাড়ার বাসিন্দা পিনাকী মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বাসনা পুরকাইতের। বাসনা ছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। পিনাকীর আগের পক্ষের একটি ছেলেও ছিল। অন্যদিকে বাসনারও আগে একবার বিয়ে হয়েছিল। কাজের সূত্রে বাসনার স্বামী ও সৎ ছেলে বাইরে থাকতেন। সেই সময় তার থেকে তিন বছরের ছোট প্রতিবেশী যুবক মানস সাউয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী, ছেলে না থাকায় বাসনার সঙ্গে মানসের ঘনিষ্ঠতা বাড়ে। মানসের বাড়ি সাগরের সাপখালি এলাকায় হলেও স্থানীয় রায় পাড়ায় পিসির বাড়িতে থাকতেন।

শনিবার বাসনার স্বামী পিনাকী মণ্ডল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে রাতে তার বাড়িতে আসেন মানস। ঘনিষ্ঠ অবস্থায় তাদের দেখে ফেলে বাসনার সৎ ছেলে। সেই খবর জানাজানি হতে রাতেই নিজেদের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দু’জনে। দু’জনের দেহ উদ্ধার করে উস্থি থানার পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version