পিএসএল ছেড়ে বাংলাদেশে আসবেন, গার্ড অব অনার পেলেন রশিদ খান (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন রশিদ খান। তাই পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর অন্তত তিন ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট ছাড়লেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটি ছিল রশিদ খানের এবারের আসরের শেষ ম্যাচ। তাই এ আফগান তারকাকে গার্ড অব অনার দিয়েছে তার দল লাহোর কালান্দার্সের সতীর্থরা।

পিএসএলের চলতি আসরে মোট ৯ ম্যাচ খেলেছেন রশিদ খান। যেখানে ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন এই লেগি। আসরের বাকি ম্যাচগুলোতে রশিদের বদলে খেলবেন পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান তারকা ফাওয়াদ আহমেদ।

উল্লেখ্য, আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা, যা আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচ ২৫ ফেব্রুয়ারি ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। সকাল ১১টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

তিনটি ওয়ানডে ছাড়াও আফগানদের সাথে খেলা হবে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ। যা অনুষ্ঠিত হবে মার্চের ৩ ও ৫ তারিখে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply