শহীদ মিনারে মানুষের ঢল

|

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে জাতি। ভোর থেকে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

মাতৃভাষা দিবসে বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বহু মানুষ ফুলেল শ্রদ্ধা জানান স্মৃতির মিনারে। ছোট ছোট শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। ভাষা নিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল নানা আবেগ। প্রত্যাশা বাংলা-বাঙালির বীরত্ব ছড়িয়ে যাবে বিশ্বে। সেই সাথে শুদ্ধ বাংলা ভাষা প্রচলনের তাগিদ দেন তারা।

এর আগে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও তারপরই মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে পাঁচ জ্যেষ্ঠ নেতা ফুল দেন। তাদের পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফুল দেন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস এম এম নাঈম রহমান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply