পড়ালেখা শেষে চাকরি পাননি, ইউটিউব দেখে মাশরুম চাষেই সফল তরুণ

|

নেত্রকোণায় প্রথম বারের মতো মাশরুম চাষ করে ব্যাপক সাড়া জাগিয়েছে রিয়াদুল ইসলাম নামের এক তরুণ। লেখাপড়া শেষে চাকরি না পেয়ে ইউটিউবে প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে শুরু করেন মাশরুম চাষ। ভালো ফলন হওয়ায় অল্প দিনে দেখছেন লাভের মুখ। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে পরিসর বাড়িয়ে মাশরুম চাষ করার স্বপ্ন দেখছেন তিনি।

অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মাশরুম। এতদিন দেশের বিভিন্ন অঞ্চলে হলেও এবার তা চাষ শুরু হয়েছে নেত্রকোণায়। সদর উপজেলার বুড়িজুড়ি গ্রামের যুবক রিয়াদুল ইসলাম। ইউটিউব দেখে শিখেছেন মাশরুম চাষের খুঁটিনাটি। এরপর নিজ বাড়িতে ছোট পরিসরে শুরু করেন চাষ।

মাস্টার্স পাশের পর ছেলে বসে না থেকে কাজ করায় খুশি মা-বাবাও। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করার আশা তাদের।

মাত্র ৩ মাসের ব্যবধানেই বিক্রির উপযোগী হয়েছে মাশরুম। চাষপদ্ধতি শিখতে তার কাছে প্রতিদিনই যাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

নেত্রকোণার সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলছেন, মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে নানা পরামর্শ দিচ্ছেন তারা। রিয়াদুল, মাত্র এক শতাংশ জমিতে চাষ করে সফলতা পাওয়ায়, এলাকার বেকার যুবকরা আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply