মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় ঊড়াও ও সাঁওতাল জনগোষ্ঠীর মৌলিক নৃত্য উৎসব

|

সমতলে ঊড়াও ও সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ নিজস্ব ভাষায় কথা বলেন। তাদের আছে নিজস্ব সংস্কৃতি। নানা উৎসব পার্বণে তুলে ধরেন সেই ঐতিহ্য। এবার জাতীয় নৃত্য উৎসবে সেই সংস্কৃতি তুলে ধরেছে ‘ত্রিশূল’ নামে একটি সংগঠন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই উৎসব। ২৫ জেলায় এমন মৌলিক নৃত্য উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সমতল ভূমির মৌলিক নৃত্য নিয়ে নওগাঁয় অংশ নেয় ‘ত্রিশূল’।

নিজস্ব ভাষায় গান আর ‘ঢোল-কর্তাল-মাদলের’ তালে নাচ পরিবেশন করেন সাঁওতাল সম্প্রদায়ের শিল্পীরা। উৎসবে নিজেদের ঐতিহ্য তুলে ধরেন তারা।

‘বাহা-ডাছাই-কারাম-দম’ এসব তাদের ধর্মীয় উৎসব। একেকটি উৎসবের জন্য আছে ভিন্ন-ভিন্ন নাচ-গান। নিজস্ব পোশাক আর সাজ-সজ্জায় উঠে আসে আদি সংস্কৃতি।

ত্রিশূলের সংগঠকরা বলছেন- সাঁওতাল ও ঊড়াও সম্প্রদায়ের নৃত্য এ দেশের নিজস্ব লোকজ সংস্কৃতি। বৈচিত্রময় এই সংস্কৃতি দেশ-বিদেশে তুলে ধরতে কাজ করছেন তারা। সমতলে বেশির ভাগ ঊড়াও ও সাঁওতালদের বাস রাজশাহী ও রংপুর অংঞ্চলে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply