বরগুনায় ৪০ মণ জাটকাসহ ৭ জেলে আটক

|

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের মালিকানাধীন এফবি হামিম নামের একটি মাছধরা ট্রলার ও ৪০ মণ জাটকাসহ ৭ জন জেলেকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাটের খালের মোহনা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট হারুন-অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু জেলে সাগর থেকে জাটকা ইলিশ শিকার করে বিএফডিসি ঘাটে নিয়ে আসেন। সেখানে জাটকা বিক্রি করতে না পেরে অন্যত্র বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে এফবি হামীম নামের একটি ট্রলার ও বিপুল পরিমাণ জাটকাসহ ৭ জেলেকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ জেলেদের মধ্যে ৬ জনকে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এবং ট্রলারটির মুসলেকা রেখে মালিকের জিম্মায় দিয়ে দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply