দর্শনা রেলবন্দরে তিন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম

|

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এক আনসার সদস্যসহ ইয়ার্ডের তিন নিরাপত্তাকর্মীকে উপর্যুপুরী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, প্রতিদিনের মত শনিবার রাতে রেল ইয়ার্ডে টহল দিচ্ছিলো ৫ জন নিরাপত্তারক্ষী। এ সময় ৭/৮ জন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। কুপিয়ে জখম করে নিরাপত্তাকর্মী হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক ও সঞ্জিত কুমার বিশ্বাসকে। এদের মধ্যে হাফিজুর ও রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় আনা হয়েছে। হামলাকারীরা চোরাকারবারী বলে সন্দেহ রেল কর্তৃপক্ষের। হামলায় জড়িত সন্দেহে সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply