বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

|

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা দিয়েছেন দুই দেশের সংসদ সদস্যরা। সকাল সাড়ে দশটায় দু’দেশের এমপিসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোরের শার্শা-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ আরও অনেকে।

আরও পড়ুন: মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতের পক্ষে ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ রায়, সাবেক এমপি মমতা ঠাকুর, তৃণমূলের জেলা সভাপতি আলো রানী সরকারসহ আরও অনেকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply