গো গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

|

সিনিয়র করেসপন্ডেন্ট:

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ ছিল
এসএসসি-৯০ গো গ্রিন ফাউন্ডেশনের। তাদের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীতে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রায় এক হাজার মানুষের মাঝে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি হযরত আলী রাজু, সাধারণ সম্পাদক আব্দুল আলী বকুল, ট্রেজারার মুশফিকুর রহমান সুমন, নির্বাহী সদস্য আতিকুল কবির টিটো, আব্দুল আলীম, জাকির, রাবেয়া সামস সাথিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ছিন্নমূল মানুষকে খুশি করার ব্যতিক্রমই এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply