রাশিয়ার নিরাপত্তা বাহিনী (এফএসবি) দাবি করেছে, ইউক্রেনের হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলের সীমান্তরক্ষী চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেন সীমান্তের ১৫০ মিটার দূরে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিভক্ত লাইন জুড়ে বিক্ষিপ্ত গোলাগুলি তীব্র হয়েছে।
আরও পড়ুন: অপারেশন ‘জেড’: ইউক্রেন সীমান্তে এগোচ্ছে রাশিয়ান ট্যাঙ্ক বহর
এর আগে রোববারের (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ান ট্যাঙ্ক বহর। ইংরেজি অক্ষর ‘জেড’ আকারে বেশকিছু অঞ্চল চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ‘জেড’ চিহ্নগুলি আসন্ন আক্রমণকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নির্দিষ্ট ভূমিকার জন্য বরাদ্দ করা হয়েছে।
২০১৪ সালে ইউক্রেনে হামলার মাধ্যমে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। সেইসময় থেকেই শহরটির নিয়ন্ত্রণে রুশ সমর্থিত বিচ্ছন্নতবাদীরা। কিয়েভের শঙ্কা, সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা হয়েছে এমন অভিযোগে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে পুতিন বাহিনী।
/এনএএস
Leave a reply