আমাকে ভোট না দিলে ‘ডিএনএ’ টেস্ট করাবো: বিজেপি বিধায়ক

|

ছবি: সংগৃহীত

সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ফের তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠলো। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিং বলছেন, যে ভোটাররা তাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। খবর সংবাদ প্রতিদিনের।

কেনো তাদের ডিএনএ পরীক্ষা হবে? এমন প্রশ্নের জবাবে রাঘবেন্দ্র বলেন, ‘যে হিন্দুরা অন্য কাউকে ভোট দেবেন, বুঝতে হবে তাদের শরীরে মুসলিম রক্ত বইছে। তিনি একজন বিশ্বাসঘাতক এবং জয়চাঁদের অবৈধ সন্তান।’ উল্লেখ্য, দ্বাদশ শতাব্দীতে জয়চাঁদ নামের একজন রাজা ছিলেন, স্থানীয় অঞ্চলে যার নামের সমার্থক বিশ্বাসঘাতক শব্দটি।

এর আগে এই বিজেপি বিধায়ক বলেছিলেন, তিনি যদি ডোমরিয়াগঞ্জ থেকে আরও একবার নির্বাচিত হন, তবে মুসলিমদেরও ‘তিলক’ পরতে বাধ্য করবেন।

সম্প্রতি নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচারে বের হন রাঘবেন্দ্র। একটি জনসভায় অংশ নেন তিনি। ওই জনসভাতেই তাকে বলতে দেখা যায়, ‘হাজারও বিড়ম্বনার মুখোমুখি হওয়ার পরেও যদি হিন্দুরা অন্যদিকে যায়, তবে তাদের মুখ দেখানো উচিত না।

কতজন জয়চাঁদ রয়েছে আপনাদের মধ্যে? খানিক নীরবতার পর নিজেই উত্তর দেন রাঘবেন্দ্র। বলেন, ‘আমাকে তাদের নাম দিন। আমি সকলের ডিএনএ পরীক্ষা করাবো। দেখবো তাদের মধ্য কতজন হিন্দু আর কতজন মুসলমান।’

তিলক মন্তব্যের জন্য গত সপ্তাহে রাঘবেন্দ্র সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেসময় রাঘবেন্দ্র বলেছিলেন, ‘গোল টুপি পরা বন্ধ হয়ে গিয়েছে আমি বিধায়ক হওয়ার পর। আরও একবার যদি বিধায়ক হই তবে মুসলিমরাও তিলক পরতে বাধ্য হবেন।’

উল্লেখ্য, উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা ভোট চলছে। ষষ্ঠ দফায় ৩ মার্চে ডোমরিয়াগঞ্জে ভোট হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply