অবসরে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে বুটজোড়া তুলে রাখার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। যতদিন উপভোগ করবেন, ঠিক ততদিন পর্যন্তই খেলা চালিয়ে যেতে চান ব্রাজিলের এই সুপারস্টার। সবার আগে নিজের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন এই ফরোয়ার্ড।
এদিকে চোটের কারণে আড়াই মাস বাইরে থাকার পর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। এরপর তিনি লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে শুরুর একাদশে নামেন। দলটির একমাত্র গোলটি করেন তিনিই। পরে যদিও মিস করেছেন পেনাল্টি।
নেইমারের বয়স খুব বেশি নয়, মোটে ৩০। ৪০ বছর বয়সেও জ্লাতান ইব্রাহিমোভিচ দাপিয়ে বেড়াচ্ছেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল। ৩৭ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো এখনও আছেন পাদপ্রদীপের আলোয়।
উল্লেখ্য, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। প্যারিসের ক্লাবটির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।
আরও পড়ুন: সেল্টা ভিগো ও লেভান্তের খেলা ১-১ ব্যবধানে ড্র
ইউএইচ/
Leave a reply