‘টিকা না নিলে চাকরি থাকবে না দোকান কর্মচারীদের’

|

টিকা না নিলে কোনো দোকান কর্মচারীর চাকরি থাকবে না। আর টিকা ছাড়া কর্মচারীদের দোকানে রাখলে সেই মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পলওয়েল মার্কেটে টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে একটি গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে আর লকডাউন দেয়া হবে না।

এসময় সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে কমিশনার বলেন, বিশ্বের সম্পদশালী দেশে টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে, সেখানে বাংলাদেশের মানুষকে ফ্রিতে টিকা দেয়া হচ্ছে। টিকা না নিয়ে নিজেকে ও অন্যান্যদের ঝুঁকিতে না ফেলার আহ্বানও জানান কমিশনার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply