করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

করোনায় যারা মারা গেছেন তাদের ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড টিকাদান কার্যক্রম গ্রহণ করেছে সরকার। যারা করোনার টিকা এখনো নেননি তাদেরকে টিকা নেয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, গত কয়েক দিনে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। গত মাসে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছিল। বর্তমানে তা কমে ৭ শতাংশে এসেছে। করোনা নিয়ন্ত্রণ ও নিজেরদের সুস্থতার কথা মাথায় রেখে সকলকে করোনা টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply