৩৯ চালে বিশ্বসেরা দাবাড়ুকে হারালো ভারতীয় কিশোর

|

ছবি: সংগৃহীত

বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে মাত্র ৩৯ চালে হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন ভারতের ১৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এয়ারথিঙ্কস মাস্টার্সের অষ্টম রাউন্ডের এই খেলাটি হয়েছে অনলাইনের মাধ্যমে। খবর আনন্দবাজার পত্রিকার।

চার বছর আগে গ্র্যান্ডমাস্টার হয়ে রমেশ বনে গিয়েছিল ভারতের বিস্ময় বালক। সেই রমেশ আজ আরও একবার বিশ্বকে চমকে দিলো। এয়ারথিঙ্কস মাস্টার্সের অষ্টম রাউন্ডে আজ রমেশের মুখোমুখি হয়েছিলেন কার্লসেন। পুরো খেলাটাই হয়েছে অনলাইনে। ম্যাগনাস কার্লসেন সাদা আর কালো ঘুঁটি নিয়ে খেলতে নামে প্রজ্ঞানন্দ।

খেলায় ৩৯ চাল পরই বাজিমাত করে ফেলে ১৬ বছরের ভারতীয় দাবাড়ু। তার কাছে হেরে টানা ৩ ম্যাচ জেতা হলো না বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের। এর ফলে ১৩ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার ষষ্ঠ অবস্থানে আছেন কার্লসেন। আর রমেশ অষ্টম রাউন্ডের পর ৮ পয়েন্ট নিয়ে আছে বারোতম অবস্থানে।

কার্লসেনকে হারানোর আগে আরেক হেভিওয়েট লেভ অ্যারোনিয়ানকেও হারিয়ে দেয় ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার। তার আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করে প্রজ্ঞানন্দ।

নরওয়ের কার্লসেনকে বিশ্ব দাবা সার্কিটে অপ্রতিরোধ্যই ধরা হয়। সেই কার্লসেনকেই এবার অনলাইন ব়্যাপিড টুর্নামেন্টে হারিয়ে তাক লাগিয়ে দিলো প্রজ্ঞানন্দ। এই টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ড চলছে এখন। এই রাউন্ডে একটা জয়ের জন্য ৩ পয়েন্ট আর ড্রয়ের জন্য ১ পয়েন্ট করে ঝুলিতে যায় প্রতিযোগীর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply