বাংলাদেশের কাজ করলে বিদেশিদের উচিত বাংলা শেখা: স্টিভ রোডস

|

যমুনা নিউজের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন স্টিভ রোডস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে সদ্য সমাপ্ত বিপিএল জিতেছেন বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডস। ২০১৮ সালে দুই বছরে চুক্তিতে টাইগারদের কোচ হওয়া এই ইংলিশকে বিদায় নিতে হয়েছিল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে। তবে বাংলাদেশের সাথে এখনও দারুণ সম্পর্ক তার। স্টিভ রোডস বলেছেন, বাংলাদেশে আসা কোচদের উচিত বাংলা ভাষা শেখা।

বাংলাদেশে দারুণ জনপ্রিয় সাবেক কোচ স্টিভ রোডস। বারবারই বলেছেন, বাংলাদেশের প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। আর সেটা আবারও প্রকাশ পেলো যমুনা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে রোডসের আলাপচারিতায়। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএল জয়ী এই পরামর্শক কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট, খেলোয়াড়, কোচদের দায়িত্ব এবং নানা বিষয় নিয়ে।

স্টিভ রোডস বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশে ফিরতে পেরে উত্তেজনা অনুভব করেছি। দারুণ একটা টুর্নামেন্ট ছিল, আর কুমিল্লাও চ্যাম্পিয়ন হয়েছে। আমি তার অংশ হতে পেরে আনন্দিত। তাছাড়া আমি জানি, বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশে আমি একজন জনপ্রিয় ব্যক্তি ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমি কোচিং দক্ষতা, ড্রেসিংরুম সামলানো, আমার শিক্ষা দেয়ার সক্ষমতা- এই সবই হয়তো প্রশংসার কারণ। কোচ থাকাকালীন আমি পরিবারের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করি। মালিক, প্লেয়ার, স্টাফ সবাই মিলে আমরা একটা পরিবার ছিলাম।

বাংলা কতটুকু জানেন বা বলতে পারেন, এমন প্রশ্নের জবাবে প্রাণখোলা হাসি হেসে স্টিভ রোডস বলেন, আসলে আমার বাংলা বলাটা কিছু শব্দের মাঝে সীমাবদ্ধ। যেমন ভালো, খুব ভালো। তাছাড়া এমন না যে, বাইরে থেকে আসলে সবাইকে ইংলিশ বলতে হবে। আমরা বাংলাদেশে এসেছি, তাই আমাদের উচিত বাংলা শেখা।

আরও পড়ুন: তরুণ ক্রিকেটাররা চাপ নিতে শিখবে কবে, ক্ষেপেছেন সুজন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply