ফিলিস্তিনিদের ভবিষ্যতে একটি আলাদা ‘সত্তা’ হিসেবে মেনে নিলেও আলাদা স্বাধীন রাষ্ট্র তাদের হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। রোববার (২০ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা কনফারেন্সে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। খবর মিডল ইস্ট আই এর।
কনফারেন্সে বেনি গ্যান্টজ বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে। কিন্তু ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। আমরা এখন আর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাই না। আমরা দুই সত্তার (ইসরাইল ও ফিলিস্তিন) ভিত্তিতে সমাধান চাই।
তিনি আরও বলেন, দুটি আলাদা রাষ্ট্রের বদলে আলাদা ‘সত্তা’ শব্দটা ব্যবহার করছি আমি। দুটি পৃথক রাষ্ট্র বললে, ১৯৬৭ সালের সীমান্তরেখা নিয়ে প্রশ্ন উঠবে। আর এই সীমান্ত রেখা পুনরায় বাস্তবায়ন করা হবে না। তাই ফিলিস্তিনকে কেবল একটি আলাদা সত্তা হিসেবেই থাকতে হবে।
এসজেড/
Leave a reply