কল থেকে পানি নেয়ায় কিশোরীর গায়ে কেরোসিন দিয়ে আগুন

|

কল থেকে পানি নেয়ায় এক কিশোরী গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে পাঁচ যুবক। এঘটনা ঘটে ভারতের উত্তর প্রদেশের কানপুরের দেহাতে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় কল থেকে জল আনতে বালতি নিয়ে গিয়েছিল রাজপুরের ভায়না গ্রামের ১৬ বছরের কিশোরী।  কিন্তু সেখানে কয়েকজন যুবকের সঙ্গে তার বচসা হয়। তারা কিশোরীকে জল নিতে বাধা দেয়। কিন্তু বাধা না শুনে জল নিতে গেলে দলবল নিয়ে কিশোরীকে ধরে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয় পাঁচ যুবক। পরে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধ কিশোরীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কানপুরের হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই কিশোরী।

এ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply