চাকরিতে স্বাধীনতাবিরোধীদের নিয়োগ বন্ধের দাবি

|

চাকরিতে স্বাধীনতাবিরোধীদের নিয়োগ বন্ধসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছয় দফা দাবি পেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ।  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশে এই দাবিগুলো তুলে ধরেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এসময় নৌমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলনের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যাচেষ্টাকারীদের খুঁজে বের করতে হবে। কোটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে শাজাহান খান বলেন, আদর্শহীন কাউকে মেধাবী শিক্ষার্থী বলা যায়না। কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও আহবান জানানো হয় সমাবেশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply