নবম দিনে গড়িয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। গত কয়েক দিনের মতো আজও বই মেলা জমে উঠবে বলে প্রত্যাশা লেখক-প্রকাশকদের। বইমেলার সময়বৃদ্ধির দাবি জানিয়েছেন প্রকাশকরা।
বেলা দুইটা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। তবে দুপুর গড়ানোর পর সন্ধ্যা নাগাদ বইমেলা জমে উঠবে বলে আশা করছেন প্রকাশকরা।
তারা জানান, ২১শে ফেব্রুয়ারির ধারাবাহিকতায় সামনের দিনগুলোতেও বই বিক্রি বাড়বে। পূর্বের মতো এবারও বইমেলার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। মেলার সময় বৃদ্ধি হলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানান প্রকাশকরা।
/এসএইচ
Leave a reply