হল অব ফেমে ‘ওয়াসিম ভাই’, আনন্দিত শোয়েব

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের হল অব ফেমে যুক্ত হয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। টুইট করে এ ঘটনায় আনন্দ প্রকাশ করে স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন, হল অব ফেমে ওয়াসিম ভাইকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি দারুণ। কিংবদন্তি এই ফাস্ট বোলারকে মূল্যায়নের ক্ষেত্রে পিসিবি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে।

টুইট করে শোয়েব আখতার বলেন, কিংবদন্তি ওয়াসিম আকরাম আমার অন্যতম একজন হিরো এবং তার সাথে খেলার সুযোগ পাওয়া আমার জন্য অসাধারণ এক সম্মানের বিষয়। ক্রিকেটার হিসেবে যা অর্জন করেছি, তার জন্যও ওয়াসিম ভাইয়ের কাছে আমি অনেকাংশেই ঋণী। সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারকে মূল্যায়নের ক্ষেত্রে পিসিবির এই পদক্ষেপটি দারুণ।

গত ২০ ফেব্রুয়ারি, ওয়াসিম আকরামকে হল অব ফেম অ্যাওয়ার্ডটি দেয়া হয়। সাবেক উইন্ডিজ গ্রেট স্যার ভিভিয়ান রিচার্ডস এই পুরস্কারটি তুলে দেন ওয়াসিম আকরামের হাতে। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তিকে কেবল পাকিস্তান নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। ১০৪ টেস্টে ৪১৪ উইকেটের পাশাপাশি ৩৫৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ওয়াসিম আকরাম নিয়েছেন ৫০২টি উইকেট।

আরও পড়ুন: ক্যাচ মিসের জন্য সতীর্থকে চড় মারলেন হারিস রউফ! (ভিডিও)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply