Site icon Jamuna Television

সাকিবের জোড়া আঘাতে ব্যাকফুটে আফগানিস্তান

রশিদ খানকে কেবলই বোকা বানিয়ে বোল্ড করেছেন সাকিব আল হাসান।

বোলিংয়ে আজকের ম্যাচে বেশ খরুচে সাকিব আল হাসানের হাতেই ম্যাচের লাগাম ফিরে পেল বাংলাদেশ। দেশ সেরা এই অলরাউন্ডার নবম ওভারে তুলে নিয়েছেন ক্রিজে সেট হয়ে যাওয়া গুলবাদিন নাইব ও শেষ দিকে হার্ড হিটিং ব্যাটিং করা রশিদ খানকে। কিছুক্ষণ আগেই আড়াইশো রানের লক্ষ্যে থাকা আফগানরা সাকিবের জোড়া আঘাতের পর কিছুটা ঝিমিয়ে পড়েছে। এরপর মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে ফিরে গেছেন মুজিব উর রেহমান। প্রতিবেদনটি লেখার সময় আফগানদের সংগ্রহ ছিল ওভারে উইকেট হারিয়ে রান।

এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দেখায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি। তৃতীয় ওভারেই রাহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম উইকেটের পতনের পর রাহমাত শাহকে নিয়ে ধীরে সুস্থে এগোতে থাকেন ইবরাহিম জাদরান। এরপর শরিফুলের অফ স্ট্যাম্পে পিচ করা বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে দাঁড়ানো ইয়াসির রাব্বির হাতে ধরা পড়েন আফগান ওপেনার জাদরান। ভেঙে যায় ৪৫ রানের জুটি।

এরপর দ্বিতীয় স্পেলে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। প্রথম স্পেলে কিছুটা খরুচে হলেও তাসকিন আহমেদের বাড়তি পেস ও বাউন্সে পরাস্ত হয়ে রাহমাত শাহ ফেরেন প্যাভিলিয়নে। এরপর মোহাম্মদ নবিকেও সাজঘরে ফিরিয়েছেন তাসকিন। মাঝখানে হাসমাতুল্লাহ শহিদিকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ। তবে গুলবাদিন নাইবকে নিয়ে নাজিবুল্লাহ জাদরান এগিয়ে নিচ্ছিলেন ইনিংসকে। জাদরান হাফ সেঞ্চুরি তুলে নিলেও সাকিবের জোড়া আঘাতের পর ম্যাচে নিজেদের আধিপত্য নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।

আরও পড়ুন: ‘টি-টোয়েন্টি ওপেনার হিসেবে নাঈমকে রাখার কারণ তার মেধা ও সামর্থ্য’

Exit mobile version