রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে বিচিত্র অঙ্গভঙ্গি, নিষিদ্ধ মরিনিয়ো

|

ছবি: সংগৃহীত

রেফারির সিদ্ধান্তের অপ্রীতিকর প্রতিবাদ ও বিচিত্র অঙ্গভঙ্গির জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রোমার কোচ হোসে মরিনিয়ো। নিষেধাজ্ঞার পাশাপাশি মরিনিয়োকে জরিমানা করা হয়েছে ২০ হাজার ইউরো।

ইতালিয়া সিরি আ’তে হেল্লাস ভেরোনার বিপক্ষে খেলায় রেফারি লুকা পেইরেত্তোর সাথে বেশ কয়েকবার বিবাদে জড়ান রোমা কোচ। ম্যাচের শেষ দিকে মেজাজ হারিয়ে ফেলেন হোসে মরিনিয়ো। চিৎকার করে রেফারির উদ্দেশে তিনি বলতে থাকেন, তোমাকে উদ্দেশ্যমূলকভাবে পাঠানো হয়েছে এই ম্যাচে! তোমাকে পাঠিয়েছে য়্যুভেন্টাস!

ছবি: সংগৃহীত

শেষ বাঁশি বাজার আগে লাথি মেরে বল পাঠান তিনি স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে। আর তখনই লাল কার্ড দেখিয়ে রোমার কোচকে বহিষ্কার করেন রেফারি। ম্যাচ অফিশিয়ালের সাথে মরিনিয়োর এই আচরণকে গুরুতর বলে জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন: ভিয়ারিয়ালে আটকে রইলো য়্যুভেন্টাস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply