কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করতে হবে: সিপিডি

|

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করতে হবে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এমন পরামর্শ দেয়।

এ আলোচনায় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানি পর্যায়ে কর কমিয়ে আনা এবং করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।

একইসঙ্গে রাজস্ব আদায়ে আমদানি শুল্কের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার তাগিদ ওঠে আসে। প্রণোদনার ক্ষেত্রে সতর্ক অবস্থান দরকার বলেও মন্তব্য করেন অনেকে।

কোনো প্রণোদনা স্থায়ী রূপ না পেলে, উদ্যোক্তাদের সক্ষমতা কমে আসে বলে জানানো হয় তাতে। স্থানীয় শিল্প সুরক্ষা পায়, এমন শুল্ক কাঠোমোতে গুরুত্ব দেন অর্থনীতিবিদরা। বলেন, করেনার ধাক্কা সামলে অর্থনীতির পুনরুদ্ধার প্রয়োজন। এজন্য সহায়ক নীতি দরকার। বলা হয়, নিবন্ধনের আওতায় থাকা অনেকে নিয়মিত কর পরিশোধ করে না। তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। করপোরেট ট্যাক্স হার কমিয়ে আনার তাগিদও দেয়া হয় আলোচনায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply