Site icon Jamuna Television

ভারতে বরযাত্রীর গাড়ি খাদে, নিহত ১৪

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে নিহত হয়েছে ১৪ জন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজ্যের চম্পাওয়াত জেলায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। এতে গুরুতর আহত হন আরও ২ জন। খবর দ্য হিন্দুর।

কর্তৃপক্ষ জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা সেরে গভীর রাতে বাড়ি ফেরার পথে খাদে পড়ে যায় মিনিবাসটি। উদ্ধারকর্মীদের ১১ ঘণ্টা চেষ্টার পর ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আহতদের দেয়া হবে ৫০ হাজার রুপি। সরকারি হিসাব অনুযায়ী, ভারতে ২০১৭ সালে ৪ লাখ ৬০ হাজার দুর্ঘটনায় প্রাণ হারান ১ লাখ ৪৮ হাজার মানুষ।

এসজেড/

Exit mobile version