আফগানিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় ম্যাচ জয়ের দুই নায়কের একজন মেহেদি হাসান মিরাজ নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অলরাউন্ডার বলেছেন, মানুষ পারে না এমন কাজ নেই। ম্যাচ জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম।
মেহেদি মিরাজ আরও বলেন, উইকেটে আফিফের সাথে কথা বলেছি যে, এটি এমন একটা ম্যাচ যা আমরা দুজনে জেতাতে পারি। তবে বিশ্বাসটা খুব জরুরি। আমরা যদি বিশ্বাস করি যে, আমাদের পক্ষে ম্যাচ জয় করা সম্ভব তবে অবশ্যই তা করতে পারবো। আমাদের তাই বিশ্বাসটা ছিল। সেই সাথে দর্শকদের দারুণ সমর্থনও পেয়েছি। যারা আমাদের সমর্থন করে গেছে তাদেরও ধন্যবাদ।
আফিফ হোসেনের ব্যাটিং প্রসঙ্গে মেহেদি মিরাজ বলেন, অসাধারণ খেলেছে সে। সত্যি বলতে, আমি প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম। আফিফের ব্যাটিং দেখেই আত্মবিশ্বাস পেয়েছি আমি। আফিফ আমাকে বলেছে, মিরাজ ভাই, আমরা বল টু বল খেলে যাই। অনেক রান লাগবে। পরে কী হয় সেটা দেখা যাবে। আমরা প্রতি ওভার ধরে ধরে খেলি। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। মূলত তার কথাই আত্মবিশ্বাস জুগিয়েছে আমাকে।
আরও পড়ুন: ‘৬ উইকেট হারানোর পর জেতার কথা ভেবেছি বললে মিথ্যা বলা হবে’
এম ই/
Leave a reply