সত্যি বলতে আত্মবিশ্বাসী ছিলাম না: পাপন

|

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানদের দেয়া ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে একপর্যায়ে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশের ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

পাপন বলেন, সত্যি বলতে এই ম্যাচ জিতবো বলে আত্মবিশ্বাসী ছিলাম না। তবে মনে এ বিশ্বাস ছিল, আমরা যদি ৫০ ওভার খেলতে পারি তাহলে জিতব। কয়েকজনের সাথে আলোচনা করছিলাম, আফিফ ও মিরাজ যদি শেষ পর্যন্ত খেলতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে। যদিও সেটিও প্রায় অসম্ভব। এই দুজন দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। যত সময় যাচ্ছিল জয়ের ব্যাপারে বিশ্বাস তত জোর হচ্ছিল। আফিফ-মেহেদী অসাধারণ ইনিংস খেলেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পাপন।

বিসিবি সভাপতি আরও বলেন, এই জয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু যেই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি এখন নতুন প্রজন্মকে নিয়ে আশাবাদী হতেই পারি। যতটা হতাশ হচ্ছিলাম তাদের নিয়ে ততটা তারা না।

বাংলাদেশের শুরুর ব্যাটিং নিয়ে পাপন বলেন, আমাদের ইনিংসের প্রথমদিকে কয়েকটা শট বাজে ছিল। বিশ্বাস হচ্ছিল না এমন বলে এমন শট করে কেউ আউট হবে। টেকনিক ঠিক রেখে খেললে আমরা আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। অভিজ্ঞতা, দক্ষতা সবদিকেই এগিয়ে আমরা। তবে আফগানিস্তানকে হালকা করে দেখার সুযোগ নাই।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply