বরিশালে চরমোনাইগামী ট্রলার ডুবিতে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২

|

বরিশাল ব্যুরো:

সিরাজগঞ্জ থেকে বরিশালের চরমোনাই পীরের মাহফিলে যাওয়ার পথে ইঞ্জিন চালিত কাঠের তৈরি ট্রলার ডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটিতে এখনও নিখোঁজ ২ জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর বাগরদা এলাকায় আড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাবাড়িপাড়া গ্রামের হাজী আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম ও রুদ্রপুর গ্রামের জাহিদুল ইসলাম। নিখোঁজ রফিকুল ইসলাম কাবাড়িপাড়া ও আব্দুল কুদ্দুস রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার চরমোনাই দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হবে। মাহফিলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা চরমোনাইতে যাচ্ছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ৪৫ জন মুসল্লি একটি কাঠের ট্রলারে চরমোনাইয়ের উদ্দেশে রওয়ানা হন। মঙ্গলবার মধ্য রাতের দিকে অজ্ঞাতনামা একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে ৪০ জনকে নদী থেকে উদ্ধার করে। পরে, ৯৯৯-এ খবর পেয়ে সকালে আড়িয়াল খাঁ নদীতে ও আশেপাশে তল্লাশি চালিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজ ২ জনের সন্ধানে বিকেলে নদীতে নামে ডুবরিরা। ট্রলারটি চিহ্নিত হলেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply