অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিবছর কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে একটি চক্র। সম্প্রতি গোয়েন্দাদের জালে ধরা পড়েছে তাদের বাংলাদেশ অংশের মাস্টার এজেন্টসহ তিন জন। গোয়েন্দা পুলিশ বলছে, বিদেশে বসে একটি চক্র অনলাইন জুয়ার সাইটগুলো পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয় এই চক্রের দুই মাস্টার এজেন্টসহ তিনজনকে। উদ্ধার করা হয় একটি প্রাইভেটকার এবং প্রায় ১২ লাখ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম।
গোয়েন্দারা জানান, চক্রটি দীর্ঘ দিন ধরে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করছে; হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যার বড় অংশই পাচার করেছে বিদেশে। নিজেরাও হয়েছে গাড়ি-বাড়ির মালিক।
ভারত, মালয়েশিয়া, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে এসব জুয়ার সাইট পরিচালিত হয়। তাই চিরতরে এই কার্যক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না। পুলিশ কর্মকর্তাদের মতে, জনসচেতনতা ছাড়া সমাজ থেকে জুয়া চিরতরে বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন।
Leave a reply