ফুটবল মাঠে ঢুকে পড়েছে সাপ। আর তা দেখে ভীত হয়ে নিরাপদ দূরত্বে ছুটে যাচ্ছেন ফুটবলাররা। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গুয়াতেমালায় এক ফুটবল ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। দেশটির প্রথম বিভাগের ম্যাচ চলছিল নুয়েভা কনসেপসিওন ও মিউনিসিপ্যালের মধ্যে। ম্যাচের তখন ৮২ মিনিট। ১-০ ব্যবধানে এগিয়ে ছিল নুয়েভো। তখনই মাঠে সাপ দেখে খেলা বন্ধ করে দেন রেফারি।
প্রথমে উৎসুক ফুটবলাররা সাপের একেবারে কাছাকাছি চলে গেলেও পরবর্তীতে নিরাপদ দূরত্বে সরে যান তারা। পরে গ্রাউন্ডসম্যান ও পুলিশের শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় সাপটিকে বস্তাবন্দি করা হয়। দৈর্ঘ্যে প্রায় ১.৫ মিটার লম্বা ছিল সাপটি।
জেডআই/
Leave a reply