বছরের প্রায় নয় মাস পানিতে ডুবে থাকে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। দীর্ঘ জলাবদ্ধতায় জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত হয়েছে ভবনটি। পানিতে ডুবে থাকে ক্লাসরুম, খেলার মাঠ। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার মান। ঝরে পড়ছে শিক্ষার্থী।
স্কুলের ভবন ব্যবহার উপযোগী না থাকায় পাশের একটি টিনের ঘরে কোনোরকমে চলে ক্লাস। সংস্কারের অভাবে সেই টিনের চালেও ফুটো থাকায় বৃষ্টি এলেই পানি পড়ে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে দিয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার বলেন, বিগত ১০-১৫ বছর ধরে এই জলাবদ্ধতা চলছে। স্কুল নিচু জায়গায় হওয়াতে সামান্য বৃষ্টিতেই পানি জমে উঠে। স্কুলে ছাত্ররা খেলাধুলা তো করতেই পারে না, আমাদের পাঠদানও ঝুঁকির মধ্যে পরে যায়। তখন আমাদের পাঠদান করতে হয় টিনের স্কুলে। আগে স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়তে আসলেও এখন এইসব সমস্যার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করতে চান না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যমুনা টিভি আমার সাথে যোগাযোগ করার পর আমি স্কুলটির ব্যাপারে খোঁজ নেই। আমি আগেও দেখেছি স্কুলটিতে জরাজীর্ণ অবস্থায় শিক্ষার্থীরা ক্লাস করেছে। অতি দ্রুত যাতে নতুন ভবন হয় এবং শিশুরা সুন্দর পরিবেশে পাঠগ্রহণ করতে পারে সেই পদক্ষেপ আমরা নিব।
১৯৯৫ সালে ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মিত হয়েছিল। বিদ্যালয়টিতে বর্তমানে ৫১ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৫ জন।
জেডআই/
Leave a reply