Site icon Jamuna Television

ইউসিএলে শেষ মুহুর্তের গোলে ড্র করলো ম্যানইউ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের খেলায় শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।

জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যাওয়ার পরও এন্থনি এলেঙ্গা’র গোলে ১-১ এ ড্র করে রেড ডেভিলসরা। ম্যাচের শুরু থেকেই ধারাবাহিক আক্রমণে ম্যানইউকে কোণঠাসা করে রাখে স্বাগতিক অ্যাটলেটিকো।

খেলার ৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে নিয়ে যান জোয়াও ফেলিক্স। ম্যাচে ফিরতে রেড ডেভিলসরা মরিয়ে হয়ে উঠলেও গোল যেন সোনার হরিণ।

ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির পর দ্বিতীয়ার্ধ্বের ৮০ মিনিটে দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন এন্থনি এলেঙ্গা। ফার্নান্দেসের থ্রু থেকে ডি-বক্সের ভেতর গোলরক্ষককে পরাস্ত করেন ১৯ বছর বয়সী এ সুইডিশ ফরোয়ার্ড। পরে বাকি সময়ে আর কোনো গোল না খেলা ড্র হয়।

/এসএইচ

Exit mobile version