তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মির। বরফের আস্তরে রাস্তাঘাট ঢাকা পড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। অনেক হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ রয়েছ। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমতল এলাকাও ঢাকা পড়েছে বরফের চাদরে। চরমভাবে ব্যাহত হচ্ছে জনজীবন। গুলমার্গ শহরে ৭ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তর জমা হয়েছে। এছাড়া গান্দেরবাল জেলা এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও তুষারপাতের খবর পাওয়া গেছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, কাশ্মির এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে। উঁচু পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে।
ইউএইচ/
Leave a reply