‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এখন তৈরি হচ্ছে সোনার ছেলে’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এখন তৈরি হচ্ছে সোনার ছেলে। বিজ্ঞান আর প্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্মই গড়বে ভবিষ্যতের সোনার বাংলাদেশ।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশিত গ্রন্থসমূহের প্রকাশনা উৎসব, বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের চূড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিভিন্ন বিষয়ে ১৩টি বিভাগের ১৩ জন তরুণকে দেয়া হয় বঙ্গবন্ধু স্কলার বৃত্তি।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত তেরো বছরের পরিকল্পিত উন্নয়নে পরিবর্তন এসেছে। বেড়েছে প্রযুক্তির ব্যবহার।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে জানার পাশাপাশি তার দেখানো পথে হাঁটতে হবে তরুণ প্রজন্মকে। জাতির পিতার আদর্শই এগিয়ে নেবে দেশকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply