ইউক্রেনের রাজধানীর বাসিন্দারা কী করছে?

|

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আতঙ্কে রয়েছে। তাদের অনেকেই প্রাণ বাঁচাতে পাতাল ট্রেনের স্টেশনে ছুটছে। হামলা থেকে বাঁচতে এই স্টেশনকে তারা নিরাপদ মনে করছে। বিবিসির এক প্রতিবেদনে তা বলা হয়েছে।

কিয়েভের বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ও সেখানকার পরিস্থিতির বর্ণনা দিয়েছে। অনেকে বলেছে বোমা হামলা থেকে বাঁচতে তারা বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছে। টেলিভিশন ফুটেজে রাস্তায় অনেক মানুষকে জড়ো হয়ে প্রার্থনা করতে দেখা গেছে।

শহরটিতে নিযুক্ত গার্ডিয়ানের সংবাদকর্মী লিউক হার্ডিং টুইটে বলেছেন, কিয়েভের রাস্তায় যাদের দেখা যাচ্ছে তারা শহরবাসীর একাংশ।

কিয়েভে ইতোমধ্যে জরুরি পরিস্থিতির জন্য সাইরেন বাজানো হয়েছে। বেশির ভাগ শহরবাসী রুবল (রাশিয়ান মুদ্রা) তোলার জন্য বুথের সামনে লাইনে দাঁড়িয়ে আছে। শহর ছেড়ে বের হওয়ার রাস্তাগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply