ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের মধ্যেই পুতিনের সাথে বৈঠকে ইমরান খান

|

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের মধ্যেই রাশিয়া সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  ইমরান খানের অফিশিয়াল ফেসবুক পেজে ইমরান খান ও পুতিনের হাত মেলানোর ছবি দেখা যায়। তাতে লেখা হয়েছে, ক্রেমলিনে পুতিন ও ইমরানের বৈঠক চলছে। 

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার পুরো ধারা নিয়ে আলোচনা করার কথা আছে দুই নেতার মধ্যে। এ দুই নেতার বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। তবে, তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানানো হয়নি। এদিকে, ভিডিও প্রকাশের ঘণ্টাখানেক আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনে সামরিক হামলা চালানোর কথা স্বীকার করেন পুতিন।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে রাশিয়ায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়ার উপ-পররাষ্ট্র  মস্কোতে বিমানবন্দরে ইমরান খানকে স্বাগত জানান। ইমরান খানের রাশিয়া সফরের একদিন পরেই ইউক্রেনে আগ্রাসনের ঘোষণা দেন পুতিন। এর পরেই ইউক্রেনে দফায় দফায় হামলা শুরু করে রাশিয়া।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply