মাগুরায় নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

|

মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে রায়হানুল আবেদিন দিব্য নামে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আড়মাঝি গ্রামের উত্তর পাড়ায় মধুমতি নদীতে গোসল করতে নেমে আর ফিরে আসেনি রায়হানুল আবেদিন দিব্য।

নদীর পাড়ে কৃষি জমিতে কাজ করা কৃষকেরা দিব্যকে গোসলে নামতে দেখে দীর্ঘক্ষণ পরেও না ওঠায় তারা নদীতে নেমে তাকে না পেয়ে তার ফুপুর বাড়িতে সংবাদ দেয়। অনেক খুঁজে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। নদীতে পানি বেশি থাকায় ফায়ার সার্ভিস খুলনা ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল পৌঁছালে নদীতে পুনরায় তল্লাশি শুরু হবে।

রায়হানুল আবেদিন দিব্য উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের হান্নান মোল্যার ছেলে। সে বগুড়া মাজিদুল হক কলেজ থেকে দ্বাদশ শ্রেণি পাশের পর একই কলেজে অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগের ছাত্র। স্বপরিবারে তারা বগুড়ায় বসবাস করে। এক সপ্তাহ আগে আড়মাঝি গ্রামের ফুফু বাড়িতে বেড়াতে এসেছিল তারা।

দিব্যর চাচা ওয়ালিউর রহমান জানান, দিব্য, তার মা-বাবার সাথে বগুড়ায় বসবাস করে। সপ্তাহখানেক আগে তারা ফুফু বাড়ি মহম্মদপুর উপজেলার আড়মাঝি গ্রামে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের নিষেধ সত্ত্বেও নদীতে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। সে সাঁতার জানত না।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মী মফিজুর রহমান জানান, আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। খুলনা থেকে ডুবুরি দল এখনো পৌঁছায়নি। পৌঁছালে তারা তল্লাশি শুরু করবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply