পুতিনকে বুঝতে হবে ন্যাটোর কাছেও পরমাণু অস্ত্র আছে: ফ্রান্স

|

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ান। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এটা বুঝতে হবে যে, পারমাণবিক অস্ত্র ন্যাটোর কাছেও রয়েছে। এমন মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ান।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে কেউ নাক গলালে ‘এমন পরিণতি হবে যা ইতিহাসে কেউ কখনো সম্মুখীন হননি’। পুতিনের এই বক্তব্য ইউক্রেন সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কি না এমন প্রশ্নের জবাবে লে ড্রিয়ান বলেন, তার এমনটিই মনে হয়েছে। পুতিনের কথার অর্থ এমনটিই বোঝা গেছে।

স্থানীয় সময় বুধবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। এ সময় নিজ দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়েও কথা বলেন তিনি। পুতিন বলেন, কোনো সম্ভাব্য আগ্রাসনকারী যদি আমাদের দেশকে সরাসরি আক্রমণ করে, তাহলে তারা পরাজিত হবে এবং ভয়ংকর পরিণতি ভোগ করবে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
আরও পড়ুন: রুশ অভিযানের প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ জন নিহত
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply