রাশিয়া কেন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে আগ্রহী হলো?

|

ইউক্রেনে হামলার প্রথম দিনেই রুশ সেনারা চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে। ভ্লাদিমির পুতিন কেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করতে এত আগ্রহী হয়েছিলেন, পর্যবেক্ষকরা এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ দেখছেন। খবর এনবিসি নিউজের।

বেলারুশ থেকে দ্রুত কিয়েভ পৌঁছতে হলে চেরনোবিলের ওপর দিয়ে যেতে হয়। পশ্চিমা সমর বিশেষজ্ঞদের মতে, রুশ সেনারা বেলারুশ থেকে কিয়েভে পৌঁছনোর সংক্ষিপ্ততম রাস্তাটি ব্যবহার করছে। আলাদা করে চেরনোবিলের কোনো সামরিক তাৎপর্য নেই। রাশিয়া দ্রুত কিয়েভে পৌঁছনোর জন্য চেরনোবিলের পথটি ব্যবহার করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জানান, রুশ সেনারা ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াইয়ের পর দেশটির চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সে সময় বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে মৃত্যু হয় ৩১ জনের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply