পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে অস্থিতিশীল রাশিয়ার পুঁজিবাজার

|

ফাইল ছবি

পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে অস্থিতিশীল রাশিয়ার পুঁজিবাজার। মার্কিন ডলারের বিপরীতে রুবলের বিনিময় মূল্যের ব্যাপক পতন হয়েছে। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ায় নির্ধারিত সময়ের আগে লেনদেন স্থগিত করে মস্কো স্টক এক্সচেঞ্জ। এদিন ৩৩ শতাংশ দরপতনের মধ্যে দিয়ে শেষ হয় লেনদেন। যা, ২০১৬ সালের পর রেকর্ড নিম্নমুখী বাজারদর। দিনশেষে ৩৯ পয়েন্ট কমেছে, আরটিএস ইনডেক্সে।

চলমান অস্থিতিশীলতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ব্যাংকিং ও জ্বালানি তেলের খাত। ৪৩ শতাংশ পর্যন্ত পুঁজি হারিয়েছে শীর্ষ প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার, ডলারের বিনিময় মূল্য ছিলো ৮৮ রুবল, যা একদিনের ব্যবধানে কমেছে ৮ শতাংশ।

এ পরিস্থিতিতে, মুদ্রা বাজারে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তাদের দাবি, তারল্য সঙ্কট মোকাবেলায় অতিরিক্ত অর্থের যোগান দেবে তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply