ইউক্রেনে রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্র শুধু নীরব দর্শক হয়ে রইবে না, এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ন্যাটোর সহযোগী রাষ্ট্রগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ন্যাটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা এলে ন্যাটোর সব সদস্যের ওপরই হামলা। খবর এবিসি’র।
রাশিয়া-ইউক্রেনের সংঘাতের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানও স্পষ্ট করেন ব্লিঙ্কেন। তিনি বলেন, প্রেসিডেন্ট এ ব্যাপারে একেবারে দৃঢ় অবস্থানে আছেন, ন্যাটোর আওতাভুক্ত প্রতিটি এলাকা রক্ষা করা হবে। ইউক্রেন হামলার পর সবচেয়ে কঠোর প্রতিরোধ এখান থেকেই হবে।
রাশিয়ার প্রতি আরও নিষেধাজ্ঞা এবং সরাসরি পুতিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়েও এখন ভাবা হচ্ছে বলে উল্লেখ করেন এই মার্কিন পররাষ্টমন্ত্রী।
বিবিসি’র আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে হামলার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে একেবারে পরিষ্কার। তার মতে, পুতিন ইউক্রেনের সরকারকে সরিয়ে দিতে চায়। এ কারণেই এ হামলা।
/এমএন
Leave a reply