গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা এবং আশঙ্কাই সত্যি হলো। ইউক্রেনে এরই মধ্য তিনদিক দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এক ইউক্রেন সেনা সদস্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি নিজের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। খবর এনডিটিভি।
মাত্র ১৩ সেকেন্ডের এই ভিডিওটিতে যে ইউক্রেনের সেনা সদস্যকে দেখা যাচ্ছে, তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ছোট এই ভিডিওটিতে ইউক্রেনের ভাষায় তাকে বলতে শোনা গেছে, বাবা-মা, আমি তোমাদের ভালোবাসি। এরই মধ্যে ভিডিওটি টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
A video of a Ukrainian soldier after the shelling appeared on social networks
Mom, Dad, I love you."#UkraineRussiaCrisis #Ukraine pic.twitter.com/Itz413EhHU
— fazil Mir (@fazilmir911) February 24, 2022
ভিডিওটির নিচে কমেন্ট বক্সে অনেকেই রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকে লিখেছেন, এসব সেনা সদস্যরা খুবই কম বয়সী। তাদের সাথে এমন কিছু ঘটা উচিত নয়। জবাবে আরও একজন ব্যবহারকারী লিখেছেন, তাদের বয়স কম না হলেও এমন ঘটনা কারো সাথেই ঘটা উচিত নয়।
এসজেড/
Leave a reply