মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে দেশটির পশ্চিম সুমাতেরা প্রদেশের একাংশ।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে এই কম্পন। কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। এরইমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
এসজেড/
Leave a reply