কেউ কেউ দাবি করে হঠাৎ করেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এ কথাটা সত্যি নয়। বঙ্গবন্ধু ধারাবাহিকভাবেই দেশের স্বাধীনতার সাথে জড়িয়ে ছিলেন। একথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি আরও বলেন, আমরা ভাষার সংগ্রামকে আড়াল করে একুশে ফেব্রুয়ারিকে মুখ্য করে তুলেছি, যা ঠিক নয়।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, একমুখী শিক্ষা এখনই সম্ভব নয়, তবে পাঠক্রমের মৌলিক বিষয়গুলো একই ধরনের রাখার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এসময় তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় ভাষাটা ঠিকভাবে শেখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এদেশে ইতিহাস বিকৃতির ইতিহাসটা নতুন নয়। পঁচাত্তরের পরেও তা করা হয়েছিল। ভাষার যদি স্বীকৃতি না থাকে, মর্যাদা না দেয়া হয় তাহলে সংস্কৃতি অপমানিত হবে।
/এডব্লিউ
Leave a reply