রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ন্যাটোর কঠোর সমালোচনা করলেন এরদোগান

|

ছবি: সংগৃহীত

পশ্চিমা দেশ এবং এর সংস্থাগুলি, বিশেষ করে ন্যাটোর চলমান রাশিয়ান-ইউক্রেন সঙ্কটের বিষয়ে আরও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত ছিল বলে কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ন্যাটো জোটের আরও দৃঢ়সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ন্যাটোর নেতারা ভার্চুয়ালি বৈঠক করার আগ মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট এই অভিযোগ তুলেন।

আরও পড়ুন: এক নজরে রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তি

রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সরকারের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল। প্রায় সব দেশ ও আন্তর্জাতিক সংস্থা মস্কোর নিন্দা করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। কিন্তু এসব দেশ বা সংস্থা কেউই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিরস্ত করার কথা বলেনি বা করতে সমর্থ হয়নি।

তিনি আরও বলেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেছেন, পরবর্তীতে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে- সেখানে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply