আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুশফিকের জোড়া মাইলফলক

|

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৮ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ৩০৬ রানের জবাবে ২১৮ রানে অলআউট হয় আফগানরা। এই ম্যাচে শতরানের ইনিংস খেলার সুযোগ থাকলেও ৮৬ রানে ক্যাচ দিয়ে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। তবে স্পর্শ করেছেন দারুণ দুই মাইলফলক।

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন করেছেন মুশফিক। আজকের ৮৬ রানসহ মুশফিকের তিন ফরম্যাট মিলিয়ে মোট রান ১৩ হাজার ৮। তিন ফরম্যাটে ১৪ হাজার ১৭৫ রান নিয়ে সবার শীর্ষে তামিম ইকবাল।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। তবে টেস্টে বর্তমানে সবচেয়ে বেশি রান মুশফিকের। তৃতীয় স্থানে থাকা সাকিবের রান ১২ হাজার ৫৫৩।

আরও পড়ুন: ইংল্যান্ডকে পেছনে ফেলে ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

এছাড়া আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক। সাকিবকে ছাড়িয়ে দেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন মুশফিকের। ২১৭ ওয়ানডেতে সাকিবের রান ৬ হাজার ৬৩০। অপরদিকে ২২৯ ওয়ানডেতে মুশফিকের রান ৬ হাজার ৬৭০।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply