পুতিনের সম্পদ জব্দের সিদ্ধান্ত নিলো ইউরোপিয়ান ইউনিয়ন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইইউর সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার।

নেহাম্মার বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত তাদের সম্পদ জব্দ করা হবে; তবে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেয়া হবে না।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখল করতে বললেন পুতিন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত অবশ্য একেবারে চিরস্থায়ী নয়। যদি রাশিয়া ও ইইউয়ের মধ্যে আলাপ-আলোচনার পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই ঘোষণা দেয়ার পর থেকেই মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে থাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply