Site icon Jamuna Television

পারফরমেন্স ধরে রেখে ওয়ানডে ফরম্যাটে শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ: নান্নু

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শেষ ম্যাচ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এই ফরম্যাটে আরও শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় আর সব মিলিয়ে ২৯ তম সিরিজ জয় বাংলাদেশের। প্রতিপক্ষ ছোট দল হলেও এই জয়ে খুশি প্রধান নির্বাচক।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, লিটন-মুশফিকের অনবদ্য জুটি মুগ্ধ করেছে প্রধানমন্ত্রীকে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচ টিভিতে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে ফোন করে লিটন দাসের অনবদ্য ইনিংসের প্রশংসা করেছেন।

আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ে ইংল্যান্ড-ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে আইসিসি ওয়ার্ল্ড সুপার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। আর তাতে মুগ্ধ বিসিবি সভাপতি।
২৮ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে আফগানদের আতিথ্য দেবে বাংলাদেশ। টাইগারদের এবারের লক্ষ্য হোয়াইট ওয়াশ।

/এমএন

Exit mobile version