পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিনষ্ট করা হয়েছে: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিনষ্ট করা হয়েছে, সেনাবাহিনীর মনোভাব ভেঙ্গে দেয়া হযেছে। এটা একটা ষড়যন্ত্র।

পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ডিআরইউতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কার স্বার্থে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি? সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এত সেনা কর্মকর্তা নিহত হয়েছে। বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। সবকিছুর মূলে গণতন্ত্রহীনতা। সবাইকে ঐক্যবদ্ধ করে নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রশ্ন তোলেন, তদন্ত কমিটির প্রতিবেদন কেন প্রকাশ করা হয়নি? বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে, কিন্তু সেনা কর্মকর্তাদের হত্যার বিচার হয়নি।

ড. খন্দকার মোশাররফ হোসেনও এতে দাবি করেন, সেনাবাহিনীর মনোভাবকে ভেঙ্গে দিতেই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply